Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- বৃহষ্পতিবার মহাকরণে সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। এদিন এন এইচ এম মিশন অধিকর্তা সাজু ভাহেদ(আই এস)র পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপস্থিত ডঃ তপন মজুমদার জানান,নিপা ভাইরাস নিয়ে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য ধফতর। যেহেতু পশ্চিমবঙ্গের কাটোঁয়াই দুই স্বাস্থ্য কর্মীর দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে তাই রাজ্যেও সতর্ক দফতর।তিনি বলেন,বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের,তাই রাজ্যেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।মূলতঃ এই পরিস্থিতে খেজুর রস সিদ্ধ করা ছাড়া পান করতে সম্পূর্ন বারন করেন ডঃ মজুমদার।