
Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সাথে না দেখা করতে পেরে অভিনব কায়দায় মুখ্যমন্ত্রীর কাছে কর জোরে আবেদন করলেন এম পি ডাব্লিও বেকার যুবক যুবতীরা। পাশাপাশি গুরখাবস্তি স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে অবস্থানে বসেন তারা।