Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- স্থগিত হল মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত।বৃহষ্পতিবার ২য় দফায় দলীয় বোঝাপড়ার পর শ্যামাপ্রসাদ সরনিতে দাঁড়িয়ে সাংবাদিকদের এই কথা জানান উপ- মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। তার সাথে সাথেই জনমনে হাসির খোরাক হয়ে পড়েন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য,ঠিক দু’দিন আগে প্রভারীর উপস্থিতিতে রাজ্য অতিথিশালায় ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজ মুখে জনতার রায় শীর্ষক সমাবেশের ডাক দেন। এরপরই মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে শুরু হয় নানা জল্পনা ও সমালোচনা। ট্যুইট বার্তায় এই ধরনের কর্মসূচীর বিরোধীতা করেন প্রভারী বিনোদ কুমার সোনকর সহ দিল্লী নেতৃত্ব। জানা যায়,তারপরই নড়েচরে বসে রাজ্য শীর্ষ নেতৃত্বরা। বৈঠক বসে মুখ্যমন্ত্রীর বাসভবনে। শেষে বৃহষ্পতিবার দুপুরে ২য় দফায় বৈঠকের পর উপ-মুখ্যমন্ত্রী এধরনের কর্মসূচী বাতিল বলে ঘোষনা করেন। পাশাপাশি,মুখ্যমন্ত্রীর বক্তব্যের খন্ডন না করে বিরোধী দল সিপিএম-র উপর আংশিক দায়ভার চাপিয়ে দেন। এদিকে মুখ্যমন্ত্রীর এ ধরনের হাস্যকর মন্তব্য ও পরে তা বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফের জনমনে হাসিরর খোরাকে পরিনত হন তিনি।