Tripura 365
Editorial Team
দ্রুতগামী ট্রাক গাড়ি আটক করে প্রায় ২৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ট্রাকে করে গাঁজা পাচারের সময় প্রায়ই পুলিশের হাতে ধরা পড়ে। এবার পুলিশের তারা খেয়ে গাড়ি ফেলে পালিয়েছে চালক অজিত দাস। টি আর- ০১ জি ১৭৩৮ নম্বরের ট্রাক গাড়িটিকে রাস্তায় সিগন্যাল দিয়েছিল টহলরত পুলিশ। পুলিশি সিগন্যাল অবজ্ঞা করে পালিয়ে যাওয়ার পথে ধরা পড়ে বদরপুর আসাম পুলিশের হাতে। পুলিশ গাড়িতে ফেলে রাখা একটি খালি মানিব্যাগ থেকে অজিত দাসের নাম জানতে পেরেছে। ঘটনায় আসাম পুলিশের দাবি শীঘ্রই এই গাঁজা পাচার চক্রের মূল পাণ্ডাদের গ্রেফতার করতে পারবে। প্রসঙ্গত ত্রিপুরা পুলিশকে ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন এভাবে অবৈধ গাঁজা পাচার হচ্ছে। বৃহস্পতিবারের এই ঘটনায় বড়োসড় পাচার চক্রের হদিশ পেয়েছে বলে দাবি পুলিশের। খুব শীঘ্রই এই চক্রের অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হবে।