Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। তার জন্মদিনে রাজ্যের ক্যান্সার হাসপাতালে প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপন করতে গিয়ে আইনি বেড়াজালে পড়লেন শাসক দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।মূর্তি স্থাপন করতে গিয়ে প্রশাসনিকভাবে বাঁধাপ্রাপ্ত হলেন বিধায়ক।বৃহষ্পতিবার সাংবাদিক বৈঠকে বিধায়ক জানান,ক্যান্সার হাসপাতালে মূর্তি স্থাপন করতে গেলে বাঁধা দেয় প্রশাসন। এদিন সকালে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যান তিনজন ডেকোরেটার কর্মীকে। পুলিশ বাজেয়াপ্ত করেন মূর্তিসহ সমস্ত জিনিষ। সমস্ত ঘটনা সাংবাদিকদের বলে বিধায়ক জানান, যার চিন্তাভাবনা এত ছোট সে কখনো বড় হতে পারে না।পাশাপাশি এন সি সি থানায় বিধায়কের নামেও এক মমলা নথিভূক্ত করা হয়।মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শেষে বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি হুঙ্কার দিয়ে বলেন,অহংকর আর ঔদ্ধত্য সবসময় থাকে না।সব কিছুর হিসাব রাখছি,সময়ে বুঝিয়ে দেব।