Tripura 365
Editorial Team
৩৬৫ প্রতিনিধিঃ- নবীন ও প্রবীনদের নিয়ে বুধবার টাউন হলে অনুষ্ঠিত হয় এস এফ আই-র ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার। এদিন এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন ছাত্র নেতা মানিক সরকার।ছিলেন বিধায়ক বাদল চৌধুরী সহ প্রবীন ও নবীন নেতৃত্ব। আলোচনা সভার শুরুতেই টাউন হল প্রাঙ্গনে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। আলোচনা সভায় ভাষন রাখতে গিয়ে প্রাক্তন ছাত্র নেতা মানিক সরকার স্পষ্টভাবে বলেন,একটা অস্বাভাবিক পরিস্থিতির সন্মুখীন হয়ে বর্তমানে ছাত্র সংগঠনকে কাজ করতে হচ্ছে।তিনি বলেন,অনুষ্ঠানে আসার একটাই উদ্দেশ্য,তা হল নতুন মুখগুলি প্রত্যক্ষ করা।তাদের দেখেই বর্তমান নেতৃত্বরাও অনুপ্রানিত হবেন বলে জানান তিনি।মানিক সরকার বলেন এস এফ আই শুধু শিক্ষাঙ্গনের ভেতরে না,শিক্ষঙ্গনের বাইরেও মানুষের মৌলিক দাবিগুলি নিয়ে লড়াই করতে হবে।এটাই হচ্ছে এই ছাত্র সংগঠনের নতুন ভাবনা। আলোচনা সভার শেষে এদিন প্রবীন ছাত্র নেতাদের সম্বর্ধনা দেনসংগঠনের নবীন সদস্যরা।