Tripura 365
Editorial Team
বেশ কিছু রাজ্যে কড়া বিধিনিষেধ। প্রশাসনের প্রচার এবং সাধারণ মানুষের সচেতনতার সুফল। হু হু করে নামছে দেশের করোনা সংক্রমণের গ্রাফ। মঙ্গলবার দেশের দৈনিক আক্রান্তের গ্রাফ নামতে নামতে ৬০ হাজারের ঘরে চলে এসেছে। যা কিনা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু তাই নয়, দেশের দৈনিক মৃত্যুর হারও কমছে পাল্লা দিয়ে। কমছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ, সার্বিকভাবে ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে দেশের করোনা সংক্রমণের হার।মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৪৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেকদিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্যমন্ত্রককে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ৫০ হাজারেরও বেশি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ৯ লক্ষের কাছাকাছি। আপাতত অ্যাকটিভ কেস ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। ইতিমধ্যেই ভারতে ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি মানুষের।