Tripura 365
Editorial Team
ত্রিপুরা ৩৬৫ প্রতিনিধি :- চিকিৎসক গাফিলতিতে হাসপাতালে সদ্য জন্ম নেওয়া শিশু মৃত্যুর অভিযোগ তুলল এক পরিবার | ঘটনা আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে | অভিযোগ হাসপাতালে এম্বুলেন্স না থাকার ফলে অটোতে করে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোতেই ডেলিভারি হয় ফুটফুটে এক শিশুর | সঙ্গে সঙ্গে মা ও শিশুকে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফের ভর্তি করানো হয় | সেখানে মা সুস্থ থাকলেও কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা | ঘটনায় প্রসূতি মায়ের পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছে হাসপাতালের কর্তব্যরত ডা: বিপাশা রিয়াংয়ের দিকে | খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা ডা : বিপাশা রিয়াংয়ের সাথে যোগাযোগ করতে চাইলে,হাসপাতাল থেকে সে পালিয়ে যায় বলে অভিযোগ উঠছে |এদিকে হাসপাতালের কর্তব্যরত ইনচার্জ অপর আরেকজন ডাক্তার জানায় , শিশু মৃত্যুর বিষয়টি দুঃখজনক , বাস্তবে জন্মের আগেই শিশুটির হার্টবিট খুঁজে পাওয়া যায়নি | তার জন্যই সিজার করার জন্য অন্যত্র রেফার করা হয়েছিল |