Tripura 365
Editorial Team
দেশে কমবয়সিদের জন্য আরও এক করোনা টিকার (Corona vaccine) অনুমোদন মিলল। হায়দরাবাদের (Hyderabad) সংস্থা বায়োলজিক্যাল ই-র (Biological E) ভ্যাকসিন ‘কোরবেভ্যাক্স’কে (Corbevax) জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এদিন ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার তরফে ছাড়পত্র মেলার এই সংবাদ জানানো হয়।গত ৩ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। বর্তমানে শুধুমাত্র ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনই (Covaxin) কমবয়সিদের দেওয়া হচ্ছে। কোরবেভ্যাক্স ভ্যাকসিনের নাম সেই তালিকায় জুড়ল। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার আগাম ৩০ কোটি ডোজ কোরবেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে হায়দরাবাদের সংস্থাটিকে। এই ভ্যাকসিন কিনতে কেন্দ্রের খরচ পড়বে ১ হাজার ৫০০ কোটি টাকা।সোমবার বায়োলজিক্যাল ই-র ব্যবস্থাপনা পরিচালক মহিমা দাতলা (Mahima Datla) এক বিবৃতিতে বলেন, “সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে আমরা খুশি। আমরা ছাড়পত্র পাওয়ায় দেশে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণে গতি আসবে। আমরা বিশ্বাস করি, এই অনুমোদনের ফলে কোভিডের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই আরও শক্তপোক্ত হবে।” কোরবেভ্যাক্স ভ্যাকসিনে একটা অ্যান্টিজেন রয়েছে। এই অ্যান্টিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং বেলর কলেজ অফ মেডিসিনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কোরবেভ্যাক্স প্রচলিত ভ্যাকসিনগুলোর মতো গোটা ভাইরাসকে নষ্ট করে না। বরং, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।প্রসঙ্গত, নতুন বছরের শুরু থেকে করোনা যুদ্ধে আরও শান দিতে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে করোনা টিকা (Corona vaccine)পাচ্ছেন দেশের কমবয়সিরা। নাবালক, নাবালিকাদের জন্য করোনা টিকাকরণ দ্রুত এগনোয় আগেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য