Tripura 365
Editorial Team
দেশে টানা তিন সপ্তাহের বেশি সময় নিম্নমুখী করোনা সংক্রমণের গ্রাফ। গত কয়েক মাসে অতিরিক্ত যেসব করোনা বিধি নিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে দেওয়ার কথা ভাবা হোক। বুধবারই রাজ্য সরকারগুলিকে চিঠি লিখে বার্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু রাত পোহাতেই ফের সামান্য হলেও চিন্তার ভাঁজ ফেলছে করোনা গ্রাফ। এদিন দৈনিক আক্রান্ত এবং পজিটিভিটি রেট দু’টোই আগের দিনের থেকে সামান্য বেড়েছে।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। যা গতকালের তুলনায় সামান্য হলেও বেশি। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ। এই পজিটিভিটি রেটও আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমলেও এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪১ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ জন।তবে স্বস্তি দিয়ে একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ৩৭ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৮৪ জন। সুস্থতার হার ৯৮.০৩ শতাংশ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৪ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩৪ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষ ৮০ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।