Tripura 365
Editorial Team
ফুটবল মানেই দুই পক্ষের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা |ফুটবল মাঠের উত্তেজনার ইতিহাস বহু পুরানো | ক্লাবে ক্লাবে দ্বন্দ্ব হাতাহাতি মারপিট প্রায়ই হতে শোনা যায় |এবার ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটলো উমাকান্ত স্টেডিয়ামে |খেলা ছিল লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরোয়ার্ড ক্লাবের মধ্যে |খেলার মাঝেই একসময় দুই দলের খেলোয়ারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে |মারপিট শুরু হয়ে যায় মাঠের মধ্যেই |শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় মাঠের ভিতরে মারপিটের ঘটনা আয়ত্তে আসলেওমাঠের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের দর্শকদের মধ্যে |শুরু হয়ে যায় হাতাহাতি |ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে বলে খবর |তবে পুলিশ ও টিএসআর বাহিনী অল্প কিছুক্ষণের মধ্যেই আয়ত্তে নিয়ে আসে ঘটনা |বন্ধ হয়ে যায় ম্যাচ |এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যেও |যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে |